মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ২০:২৮
রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স সম্পন্ন হল

ধর্মীয় সম্প্রীতি ও জ্ঞানচর্চার অনন্য উদাহরণ হিসেবে সম্পন্ন হলো রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ধর্মীয় সম্প্রীতি ও জ্ঞানচর্চার অনন্য উদাহরণ হিসেবে সম্পন্ন হলো রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স। কনফারেন্সে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের খ্যাতিমান খতীব, চিন্তাবিদ, অধ্যাপক, সমাজকর্মী ও কবিগণ অংশগ্রহণ করেন।

প্রথমে তিলাওয়াতে কুরআনে কারীমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কারী মাওলানা তাফাজ্জুল হোসেন মল্লিক (ইমাম-এ-জুমা, গোনারবান, উত্তর ২৪ পরগনা) সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন। এরপর একে একে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ হোসেন জিয়ায়ী (ইসলামিক সেমিনারি অব কোম, ইরান), আল্লামা শব্বির আলী ওয়ারসি (নির্ভীক খতীব ও লেখক), ড. মদন চন্দ্র করণ (হিন্দু বক্তা ও অধ্যাপক), ফাদার গৌরভ সিংহ রায় (খ্রিষ্টান পুরোহিত ও শান্তির দূত), জনাব সৈয়দ হায়দার হাসান কাজেমী (সাবেক অধ্যাপক, বঙ্গবাসী কলেজ), মাস্টার জনাব ইদ্রিস আলী খান সাহেব, আলী জুন কাদেরী (সভাপতি, হালকায়ে কাদেরিয়া), মাওলানা রুহুল আমিন (ঐকতান), মাওলানা গোলাম সারওয়ার নাজাফী (ইমাম-এ-জুমা, চন্ডিপুর), রাশাদাত আলী কাদেরী (সভাপতি, খানকায়ে কাদেরিয়া আল-হুসাইনাইন, বোলপুর), জনাব নাঈমুর রহমান (ব্যাংক ম্যানেজার, বীরভূম) এবং মাওলানা মুনীর আব্বাস নাজাফী (ইমাম-এ-জুমা ওয়াল জামাত, হলদিয়া) প্রমুখ।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. রিজওয়ানুস সালাম খান (সাবেক লেকচারার, আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইরান এবং যুগ্ম সম্পাদক, নূরুল ইসলাম একাডেমি, কলকাতা)।

কনফারেন্সে কবিতার মাধ্যমে ইসলামী ভাবধারা ও মানবতার বাণী তুলে ধরেন শায়ের মুস্তাক আহমেদ (সম্পাদক, সত্যের পথে পত্রিকা), ফিরোজ হোসেন (উত্তর ২৪ পরগনা), জনাব সাজ্জাদ ওয়ারসি (কলকাতা) এবং জনাব সাইনুর মির (উলুবেরিয়া, হাওড়া)।

ধর্মীয় সহনশীলতা, আন্তঃধর্মীয় সংলাপ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই কনফারেন্স অংশগ্রহণকারীদের মাঝে এক অনন্য বার্তা পৌঁছে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha